মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় রাস্তায় টায়ার জালিয়ে সড়ক অবরোধ করেছে উপজেলা ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা।
এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটক করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
গাংনী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন বাংলানিউজকে জানান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সোহানুর রহমান সুমনের মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের এক কর্মী সকাল ১১টার দিকে গাংনী উপজেলা শহরের ট্রাক স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে এএসপি সার্কেল আজবাহার আলী শেখের গাড়ি ওভারটেক করায় মোটরসাইকেলটি আটক করে গাংনী থানায় নিয়ে যায়।
পরে, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুসহ কয়েকজন নেতাকর্মী দুপুর ১২টার দিকে গাংনী থানায় যান। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুসহ ছাত্রলীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এর প্রতিবাদে এবং ওসি আকরাম হোসেনের অপসারণের দাবিতে টায়ার জ্বালিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
খবর পেয়ে ওসি আকরাম হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় ওসির অপসারণ দাবি করে স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে ওসি আকরাম হোসেন বাংলানিউজকে জানান, তিনজন আরোহী একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এএসপির গাড়ির সামনের দিকে ধাক্কা খায়।
এ সময় মোটরসাইকেলটিকে থামিয়ে রেজিস্ট্রেশনের কাগজ দেখতে চাওয়া হয়। কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে ছাত্রলীগের কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়ায় এগুচ্ছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫