ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বামপন্থীদের মেয়র প্রার্থী হিসেবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল ক্বাফীর নাম ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে, ঢাকা দক্ষিণে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজকে তাদের প্রার্থী করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সিপিবি ও বাসদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ গড়ে তোলা আন্দোলনের অংশ হিসেবে ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন নিশ্চিত করতে বামপন্থীদের প্রার্থী হিসেবে তারা লড়াই করবেন। সিপিবি ও বাসদ তাদের সমর্থন দিয়েছে।
আবদুল্লাহ আল ক্বাফী সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি। একই সঙ্গে তিনি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও গণজাগরণ মঞ্চের সংগঠক।
বজলুর রশীদ ফিরোজ বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা নগর কমিটির আহ্বায়ক ও কৃষক-ক্ষেতমজুর ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সংগঠক।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫