ঢাকা: নির্বাচনে আসতে হলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হরতাল-অবরোধসহ সহিংস কর্মকাণ্ড বাদ দিয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় পার্টি- জেপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, বোমাবাজি আর নির্বাচন এক সঙ্গে চলতে পারে না। আপনাকে একদিকে যেতে হবে। নির্বাচনে আসতে হলে নাশকতা, বোমাবাজি ছাড়তে হবে, ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে আসবেন মন্তব্য করে তিনি বলেন, তিনি আওয়ামী লীগের অধীনে ২০১৯ সালের সংসদ নির্বাচনেও আসবেন। এর কোনো বিকল্পও নেই।
সিটি করপোরশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবেও বলে জানান ১৪ দলের মুখপাত্র নাসিম।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সভাপতির বক্তব্যে তিনি দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতে ভুখা-নাঙ্গা মানুষ দেখা গেলেও বাংলাদেশে দেখা যায় না।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা গণতন্ত্র ও রাজনীতি বোঝেন না বলে মন্তব্য করেন আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি বলেন, স্বাধীনতার সুফল যেন দেশের মানুষ পায়, সেজন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য ৫ জানুয়ারির নির্বাচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫