নড়াইল: নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ তাকিউর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে সদর উপজেলার আউড়িয়া এলাকায় তার মালিকাধীন ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ২০১৩ সালের ১১ ডিসেম্বর শহরের ঘোড়াখালি এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় তাকিউর রহমানকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫