ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

স্মৃতিসৌধেও যাচ্ছেন না খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
স্মৃতিসৌধেও যাচ্ছেন না খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাননি। এবার স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধেও যাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

যদিও এ নিয়ে দলের কেউই মুখ খুলছেন না। এ বিষয়ে জানতে চাইলে কেবল বলছেন, আমরা কিছু জানি না। ম্যাডাম কিছু বলেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক সিনিয়র নেতা বাংলানিউজকে বলেন, যে কারণে শহীদ মিনারে যাননি, সেই একই কারণেই জাতীয় স্মৃতিসৌধে যাবেন না বিএনপি প্রধান। নিজের কার্যালয় একবার ছেড়ে গেলে ফের তাকে সেখানে ঢুকতে নাও দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এমন পরিস্থিতিতে বিএনপির কোনো প্রতিনিধি দল হয়তো জাতীয় স্মৃতিসৌধে যাবে। কিন্তু কারা যাবে তা রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিষ্কার করা হয়নি।

তবে খালেদা জিয়া স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।