ঝিনাইদহ: ঝিনাইদহের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেল ও সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের পৌর আমির আমির বদর উদ্দিন ও শিবির কর্মী ইসমাইল এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি রাকিবুল হাসান খান দিপু।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনাকালে বৈঠাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে পৌর জামায়াতের আমির বদর উদ্দিনকে আটক করা হয়। একই সময় গাড়াবাড়িয়া গ্রাম থেকে শিবির কর্মী ঈসরাইল হোসেনকে আটক করে পুলিশ।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শৈলকুপা উপজেলার শিতালী গ্রাম থেকে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপুকে আটক করা হয়।
শৈলকুপা থানার ওসি এম এ হাসেন খান বাংলানিউজকে জানান, দিপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫