মানিকগঞ্জ: নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলা থেকে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কর্মীরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার আনোয়ার হোসেন (২৫) ও সিংগাইর উপজেলার বজলুর রশীদ (৪০)।
মানিকগঞ্জ জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, আটক কর্মীদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫