ঢাকা: বঙ্গভবন থেকে পাঠানো একটি আমন্ত্রণপত্র পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আমন্ত্রণপত্রটি নিয়ে যাওয়া বঙ্গভবনের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বঙ্গভবনে অনুষ্ঠিতব্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এটি।
বৃহস্পতিবার সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন ও মেজর আরিফ আমন্ত্রণপত্রটি খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।
এ সময় খালেদার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকরা আমন্ত্রণপত্রের বিষয়ে জানতে চাইলে শাহাদত হোসেন বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এটি। মুক্তিযুদ্ধে একজন খেতাবপ্রাপ্ত সৈনিকের স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রটি খালেদা জিয়ার অফিস থেকে গ্রহণ করা হয়েছে- এটুকু বলেই স্থান ত্যাগ করেন এই সেনা কর্মকর্তা।
‘স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫’ লেখা আমন্ত্রণপত্রের খামের ওপরে প্রাপক হিসেবে ‘শহীদ জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, ফিরোজা, বাড়ি নং-১, সড়ক-৭৯, গুলশান-২’ লেখা রয়েছে।
সকাল ৯টা ২৫ মিনিটে ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন এবং মেজর আরিফ আমন্ত্রণপত্রটি নিয়ে কার্যালয়ের সামনে আসেন। গেটের সামনে অবস্থানরত আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে দশটার দিকে কার্যালয়ে প্রবেশ করে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন তারা।
এর আগে বুধবারও (২৫ মার্চ) স্বাধীনতা দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপির শীর্ষ ২১ নেতাকে আমন্ত্রণপত্র পাঠান রাষ্ট্রপতি আবদুল হামিদ। দুপুর ২টায় বঙ্গভবনের কর্মকর্তা রফিকুল ইসলাম বাবুসহ দু’জন স্টাফ চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তাদের কাছে ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫