সাভার স্মৃতি সৌধ থেকে: স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতেও জাতীয় স্মৃতিসৌধে আসেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রয়েছেন গুলশান কার্যালয়েই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফুল নিয়ে স্মৃতিসৌধে আসেন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন। প্রায় শতাধিক নেতাকর্মী আসেন তার সঙ্গে। এছাড়া সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ও মহিলাদলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টার কিছু পরে স্মৃতিসৌধে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম-এর সভাপতি শ্যামা ওবায়েদ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
এসময় তিন সিটি নির্বাচন প্রসঙ্গে লে. জেনারেল মাহবুব বলেন, নির্বাচন কমিশনকে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিএনপির আটক সব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তবেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে ভাবা যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫