ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া রাজাকারদের নেতৃত্ব দিচ্ছেন

ঢাকা সাউথ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
খালেদা জিয়া রাজাকারদের নেতৃত্ব দিচ্ছেন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী রাজাকারদের নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতি (২৬ মার্চ ) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



নৌমন্ত্রী বলেন, দেশে হরতালের নামে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষকে খুন করছে স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াত। আর এর নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

তিনি বলেন, খালেদা জিয়া গণহত্যা করে গণতন্তের কথা বলছেন। জনগণ হরতাল প্রত্যাখ্যান করায় জনগণের উপরই বোমা মেরে ক্ষমতায় আসার পাঁয়তারা করছেন। তিনি জামায়াতের বন্ধুদের দিয়ে বোমা মেরে গণহত্যা করে ফেঁসে গেছেন।

তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবে না। এখনো সময় আছে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা বন্ধ করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য  সুবেদ আলী টিপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালালউদ্দিন জালাল প্রমুখ।

এর আগে মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অপর্ণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।