ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতা প্রতিহতে ঐক্যবদ্ধ হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
নাশকতা প্রতিহতে ঐক্যবদ্ধ হতে হবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে মৌলভীবাজার পৌরসভা চত্বরে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সময়েই স্বাধীনতাবিরোধী চক্র হরতাল-অবরোধ দিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূনের  সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, কাউন্সিলর মনবীর রায় মন্জু, কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।

পরে মন্ত্রী ১৬৮ জন মুক্তিযোদ্ধার হাতে সনদপত্র, ও ক্রেস্ট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।