ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি জামায়াতের

ঢাকা: সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ‘চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে’ আরও তীব্র করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।



মুক্ত গণতান্ত্রিক পরিবেশে মানুষ স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছে না অভিযোগ করে বিবৃতিতে আরও বলা হয়, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আগামী দিনগুলোতে যা আরও তীব্র করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।