ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবস জিয়ার মাজারে ছাত্রদলের শ্রদ্ধা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
স্বাধীনতা দিবস জিয়ার মাজারে ছাত্রদলের শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এছাড়া ছাত্রদল সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেকউজ্জামান, নাজমুল হাসান, মামুন বিল্লাহ, মনিরা আক্তার রিক্তা, যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল, আব্দুর রহিম হাওলাদার সেতু, মিজানুর রহমান সোহাগ, ফয়েজউল্লাহ ফয়েজ, মামুন হোসেন ভূঁইয়া, শহিদুল ইসলাম সোহেল, সামছুল আলম রানা, কাজী মোকতার হোসেন, বিএম নাজিম মাহমুদ, মেহবুব মাসুম শান্ত, এসএম কবির, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহাকুল ইসলাম সবুজ, আরিফা সুলতানা রুমা, রবিউল ইসলাম রবি, আবুল কালাম আজাদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, আবু সাঈদ, মিজানুর রহমান সুমন,নাছির উদ্দিন শাওন, সাইদুর রহমান রয়েল, আমীর আমজাদ মুন্না, শাহীন আকন্দ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সমাজ সেবা সম্পাদক আবদুর রহিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী সুলতান জুয়েল ও ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ ঊষা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ছাত্রদল সহ-সভাপতি এজমল হোসেন পাইলটসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।