ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের আ’লীগে যোগদান বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মো. জাকির হোসেন সরদার শতাধিক কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সদর উপজেলার কুটিরহাট গ্রামের কুটিরহাট মেধা বিকাশ কিন্ডার গার্টেনের অনুষ্ঠানে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইরাদত আলীর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তিনি আওয়ামী লীগে যোদ দেন।



ওই কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী এবং ২০১৪ সালে শহীদওহাবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  পিএসসি, জেএসসি ও এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।

মেধা বিকাশ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তোরাপ আলী মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, শহীদওহাবপুর ইউনয়নের সাবেক চেয়ারম্যান নুর মো. ভূঁইয়া, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. শাহীন খান, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন লিটন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শাহনেওয়াজ স্বপন, জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।