ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

দেশকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
দেশকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

ঢাকা: দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী অপশক্তি থেকে দেশকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি দলটির ঢাকা মহানগরী সেক্রেটারি।



বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মো. ফরিদ হোসাইন ও ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, পল্টন থানা জামায়াত নেতা আলমগীর হোসেন, আবদুস সাত্তার সুমন, বেলাল হোসেন, হাসান আল বান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।