ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের (ইসি) সর্বস্তরের মানুষের মতামত নেওয়া দরকার ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসবক্লাবে ‘স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৪৫ বছর উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক অলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী, চিন্তাবিদ ও সুশীল সমাজের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় বসা উচিত ছিল।
এর জন্য যদি আরও ছয় মাস অপেক্ষা করতে হতো, সেটাও করা উচিত ছিল বলে মনে করেন মাহবুব।
তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে জনগণের সঙ্গে আমরা আছি। তবে এ নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ। নির্বাচনের জন্য একটা `লেভেল প্লেয়িং’ ফিল্ড থাকতে হবে। আমরা আশা করবো মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, তা মুক্ত করার দায়িত্ব নির্বাচন কমিশন ও সরকারের।
তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনে বিএনপি নেতারা কীভাবে যাবেন? তারা তো জেলে। আমাদের হাজার হাজার নেতাকর্মী মামলায় জর্জরিত। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, জুলুম ও নির্যাতনের ভয়ে মানুষ পালিয়ে বেড়াচ্ছেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান নিজামী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকুমার বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫