ঢাকা: আসন্ন তিন সিটি (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম ) করপোরেশন নির্বাচনে জামায়াত থেকে কোনো মেয়র প্রার্থী থাকছে না। জোটের প্রধান শরিক বিএনপি নির্বাচনে যাবার সিদ্ধান্ত নিলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে কাজ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত।
সূত্র জানায়, তিন সিটি নির্বাচনের (ঢাকা উত্তর,ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম ) তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর এই সিদ্ধান্ত অনুযায়ী মাঠে কাজ করার জন্য কেন্দ্র থেকে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলেও এমনটা জানা গেছে।
সিটিগুলোতে কেন মেয়র প্রার্থী থাকছে না? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক কেন্দ্রীয় নেতা বলেন, এটা দলীয় সিদ্ধান্ত তাই এ বিষয়ে কোনো মন্তব্য করেত চাই না।
তিনি বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষেই আমরা কাজ করবো এটাই সিদ্ধান্ত। তাই সিটি নির্বাচনগুলোতে আমাদের দল থেকে কোনো মেয়র প্রার্থী থাকছে না।
‘বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে জয় আনার লক্ষ্যেই আমরা মাঠে কাজ করবো। ইতিমধ্যে দলের সবাইকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ’
তবে এসবই নির্ভর করছে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তের ওপর, বলেন ওই জামায়াত নেতা।
তিনি বলেন, আমরা আশা করছি বিএনপি এই নির্বাচনে যাবে আর সেজন্যই নির্বাচনের মাঠে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আমরা প্রস্তুত।
এদিকে সূত্র জানায়, তিনটি সিটিতে মেয়র প্রার্থী না থাকলেও কাউন্সিলর পদে দলীয়ভাবে প্রার্থী দেবার সিদ্ধান্ত রয়েছে জামায়াত ইসলামীর। ঢাকার ৯০ টি ওয়ার্ড ও চট্টগ্রামের ৪৪ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেবে দলটি।
আর এ কারণেই জামায়াতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করছেন বলেই নিশ্চিত করে সূত্র।
তবে অপর একটি সূত্র জানিয়েছে, এখানেও কিছুটাও দোটানায় রয়েছে সংগঠনটি । কাউন্সিলর পদে দলীয়ভাবে একক প্রার্থী দেওয়া হবে নাকি জোটের সমন্বয়ে প্রার্থী দেওয়া হবে সে বিষয়টি নিয়েও ভাবতে শুরু করেছে জামায়াত।
কারণ জামায়াতের মূল লক্ষ্য তিন সিটির সবগুলো কাউন্সিলর পদেই জোটের বিজয় অর্জন। আর সেই বিজয়ের লক্ষ্যে প্রয়োজনে জামায়াতের প্রার্থীদেরও বসিয়ে দেওয়ার পক্ষে রয়েছে দলটি।
তবে সে সিদ্ধান্তের ক্ষেত্রে ২০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী দাঁড় করাবে বলে বিশ্বস্ত এক সূত্র থেকে জানা যায়।
কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থীরা জোটের প্রার্থীর জন্য সরে দাঁড়াবে কিনা জানতে চাইলে জামায়াতে ইসলামীর মহানগর কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সরে দাঁড়াতে পারে। এটা অসম্ভব কিছু নয়। আমাদের মূল লক্ষ্য বিজয় অর্জন। আর সেজন্য যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত দলের সম্ভাব্য প্রার্থীরা।
তিনি বলেন, স্থানীয় ২০ দলীয় জোট নেতাদের সাথে আলাপ-আলোচনা করেই স্থানীয় জামায়াত নেতা দলের পক্ষে প্রার্থী দাঁড় করাবেন। আলাপ-আলোচনায় জোটের প্রার্থীর কথা উঠে আসলে সেক্ষেত্রে জামায়াত দলীয় প্রার্থী দেবে না।
এখানে কোন দলের প্রার্থী বাদ পড়লো সেটি বড় কথা নয়। আমাদের লক্ষ্য সবগুলো কাউন্সিলর পদে বিজয় অর্জন আর সেই বিজয়ের জন্য দলীয় প্রার্থী বা জোটের প্রার্থী যেটিই হোক না কেন তার পক্ষে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি, বলেন ওই নেতা।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ২৭ মার্চ ,২০১৫