ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

নাদের চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
নাদের চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ নাদের চৌধুরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে সমাজতান্ত্রিক দলের (জাসদ) সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও অভিনেতা নাদের চৌধুরী।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।



মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের তিনি জানান, জাসদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আমার প্রতি দলের সমর্থন রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোটগ্রহণ হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।