ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জুড়ীতে ১৪৪ ধ‍ারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
জুড়ীতে ১৪৪ ধ‍ারা

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টায় এ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

দুপুর ১২টা থেকে রাত ১২টা পযর্ন্ত এ ধারা বহাল থাকবে।  

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপ-নির্বাচনকে কেন্দ্রে করে আওয়ামী লীগ সমথির্ত প্রার্থী বদরুল হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গুলশান আরা মিলি একই এলাকায় সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এ ধারা জারি করা হয়।

২৯ মার্চ জুড়ী উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।