ঢাকা: নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পূণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (২৭ মার্চ) সকালের এ দুর্ঘটনার পর বিকেলে বিএনপি চেয়ারপারসন এক বার্তায় এ শোক জানান।
শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্র নদের রাজঘাটে পূণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে ১০ পূণ্যার্থীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিশুসহ সাত নারী ও তিন পুরুষ রয়েছেন।
বাংলাদেশ সময় ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫