ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে গণজোয়ার সৃষ্টি করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
সিটি নির্বাচনে গণজোয়ার সৃষ্টি করবে বিএনপি ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেন্দ্র থেকে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করিপোরেশন নির্বাচনে অংশগ্রহণের নির্দেশনা আসামাত্রই বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



‘স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

মাহবুব হোসেন বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা আসামাত্রই ঢাকায় বিএনপির হাজার হাজার নেতা-কর্মী রাস্তায় নেমে আসবে। তাদের আর ঘরে ফিরিয়ে নেওয়া যাবে না। কারণ ঢাকাবাসী গণতন্ত্রে বিশ্বাসী।

সরকার ফাঁদে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ভেবেছিল সিটি নির্বাচন দিয়ে আমাদের ফাঁদে ফেলবে। কারণ তারা ভেবেছিল বিএনপি হয়তো নির্বাচনে আসবে না। তাহলে তারা বিশ্ববাসীকে দেখাত যে, বিএনপি নির্বাচনবিমুখ একটি জঙ্গিবাদী দল। কিন্তু তাদের সে সুযোগ দেওয়া হবে না।

নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের যোগ্যতা সম্পর্কে এ আইনজীবী বলেন, এক পুলিশ কর্মকর্তা নাকি বলেছেন, কারও বিরুদ্ধে মামলা থাকলে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কিন্তু তিনি ভুল জানেন। কেউ যদি সাজা ভোগ করে থাকলে এমনটা হতে পারে, অন্যথায় প্রার্থী হতে কোনো আইনি বাধা নেই।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, সালাউদ্দিন যদি নিজেও আত্মগোপন করে থাকেন, তাহলেও তাকে খুঁজে বের করা আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কিন্তু হাইকোর্টের রুলের জবাবে তারা বলল, আমরা কিছুই জানি না।

নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে মাহবুব হোসেন বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে আপনাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করুন। প্রমাণ করুন আপনারা আজ্ঞাবহ নন। না হলে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

এ সময় তিনি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার অবিলম্বে মুক্তি ও সালাউদ্দিন আহমেদকে জনসম্মুখে হাজিরের দাবি জানান।

সভায় বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, আমরা এখন উভয় সঙ্কটে আছি। নির্বাচনে গেলেও বিপদ, না গেলেও বিপদ। তবে আমি মনে করি, হাসিনা সরকারের যে কোনো চ্যালেঞ্জই ছাড়া উচিত হবে না।

দাবি আদায় করতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাস্তায় নেমে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, যা করার আমাদেরই করতে হবে। বিদেশিরা আমাদের ক্ষমতায় বসাবে না।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি সমর্থিত ডাক্তারদের সংগঠন ড্যাব’র মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংবাদিক রুহুল আমিন গাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।