ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তার পক্ষে অ্যাডভোকেট জিল্লার রহমান এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জিল্লার রহমান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উওর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহারের শেষ তারিখ।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫