ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
পটুয়াখালীতে হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন ছবি: প্রতীকী

পটুয়াখালী: বিএনপি-জামায়াতে জোটের টানা হরতাল-অবরোধের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী সদর থানা আওয়ামী লীগ।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালি বাজার থেকে এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন শেষে সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আলমগীর হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।