ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘ক্ষমতা আঁকড়ে রাখার বাসনাই দেশকে সংকটে ফেলেছে’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
‘ক্ষমতা আঁকড়ে রাখার বাসনাই দেশকে সংকটে ফেলেছে’ বরকত উল্লাহ বুলু

ঢাকা: ক্ষমতাসীনদের রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে রাখার প্রবল বাসনাই দেশকে চরম ও ভয়াবহ সংকটে নিপতিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ২০ দলীয় জোটের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।



বিএনপির এ মুখপাত্র বিবৃতিতে অভিযোগ করে বলেন, স্বাধীন দেশে আমরা যেন আরও বেশি পরাধীন হয়ে আছি। গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অর্থই হলো-জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। কিন্তু বর্তমানে আমাদের দেশে গণতন্ত্রের এই সংজ্ঞা এখন মূল্যহীন। বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে থাকার প্রবল বাসনাই আজ দেশকে চরম ও ভয়াবহ সংকটে নিপতিত করেছে।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার চার দশক পর এই প্রথম গোটা জাতি একটি কর্তৃত্ববাদী, দুর্নীতিবাজ, লুটেরা ও খুনি সরকারের সীমাহীন অত্যাচার-নিপীড়ন ও নিষ্ঠুর জুলুম-নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত অবস্থায় মহান স্বাধীনতা দিবস পালন করলো।

স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানমালায় প্রকৃত মুক্তিযোদ্ধারা অনুপস্থিত অভিযোগ করে তিনি প্রশ্ন করেন, ‘কেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের হাজারো সন্তান আজ আটক বা আত্মগোপনে?

বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, যে দেশে বিচারের মানদণ্ড নির্ধারিত হয় স্বৈরশাসকদের ইশারায়, যে দেশে নিরীহ জনগণকে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়, যে দেশে জনগণের সম্পদ লুটেরাদের দখলে সেই দেশে এই স্বাধীনতার মাসে সাতজন বীর শ্রেষ্ঠসহ লাখো শহীদের আত্মা নীরবে কাঁদে। যে দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার নেই; স্বাধীনভাবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা নেই; সে দেশের নাগরিক হিসেবে আমরা কতটুকু স্বাধীন তা ভাববার সময় এসেছে।

বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকার আলোচনার ব্যবস্থা করবে- এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপির এ যুগ্ম মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটাবে।

বিএনপি যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে স্বাধীনতার মাসে অপহরণ করা প্রকৃত অর্থে স্বাধীনতাকেই অপহরণ করার সামিল অভিযোগ করে বুলু আশাবাদ ব্যক্ত করে বলেন, সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফেরত এবং ২০ দলীয় জোটের অপহরণকৃত অন্য নেতাকর্মীদেরও তাদের পরিবারের কাছে ফেরত দিয়ে সরকার স্বাধীনতার মাসের পবিত্রতা রক্ষা করবে বলে দেশবাসী আশা করে।

দাবি বাস্তবায়নে সরকার তাদের অনড় অবস্থান থেকে সরে না এলে ২০ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পিছপা হবে না উল্লেখ করে তিনি বিবৃতিতে সতর্ক করেন, জনগণের ন্যায়সঙ্গত দাবি কেউ কখনও বাধাগ্রস্ত করতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না।

এছাড়া, বিবৃতিতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পূণ্যস্নান উৎসবে ১০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে আহতদের সুচিকিৎসার দাবি জানান বিএনপির এ যুগ্ম-মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫/আপডেট ১৮২৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।