ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন নিয়ে ৩১ মার্চ ১৪ দলের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
সিটি নির্বাচন নিয়ে ৩১ মার্চ ১৪ দলের বৈঠক

ঢাকা: ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় ১৪ দল।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ।



বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জোটের একাধিক সূত্র জানিয়েছে, সিটি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। এজন্য ১৪ দলের প্রার্থী বাছাই ও নির্বাচনে জোটের করণীয় ঠিক করতেই এ বৈঠক ডাকা হয়েছে।

এর আগে, আসন্ন সিটি নির্বাচনে বিএনপি না এলে এককভাবে নির্বাচন করার পক্ষে ছিল ১৪ দল। আর বিএনপি নির্বাচনে এলে জোটগতভাবে প্রার্থী দেওয়ার পক্ষে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উওর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।