ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া আন্দোলনের ব্যর্থ নেত্রী: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
খালেদা জিয়া আন্দোলনের ব্যর্থ নেত্রী: নাসিম

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে আন্দোলনের ব্যর্থ নেত্রী উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সাধারণ মানুষকে হত্যা করে কোনো আন্দোলনে বিজয় লাভ করা যায় না।
 
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, যতই হুমকি-ধমকি দেন না কেন ৫ বছর মেয়াদ শেষে ২০১৯ সালে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে।

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্ডারগ্রাউন্ড দলের মত গোপন স্থানে লুকিয়ে হরতাল-অবরোধের গায়েবি আহ্বানে দেশের সাধারণ মানুষ কোনো সাড়া দিচ্ছে না। উন্নয়ন প্রত্যাশী, গণতন্ত্র প্রিয় মানুষ ভয়কে জয় করে এখন রাস্তায় নেমেছেন।

তিন সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি সিটি নির্বাচনে অংশ গ্রহণ করে গণতন্ত্রের চলমান বিজয় সুনিশ্চিত করেছে। তা না হলে গণতন্ত্রের পথ থেকে হারিয়ে যেতো এ দলটি। নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, জান্নাত আরা তালুকদার হেনরী, ইসহাক আলী ও দানিউল হক দানী।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।