ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

শহীদ মিনারে সিলেট জেলা জাপার শ্রদ্ধাঞ্জলি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
শহীদ মিনারে সিলেট জেলা জাপার শ্রদ্ধাঞ্জলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা জাতীয় পার্টির নেত‍াকর্মীরা।

শুক্রবার (২৭ মার্চ) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন প্রথম প্রহর রাত ১২টা ২০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।



এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, জেলার সদস্য সচিব উছমান আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক খান, আহসান হাবিব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মহানগর জাপার সাবেক যুগ্ম আহ্বায়ক মৌলভী আবুল কালাম দুলাল আহমদ, জাপা নেতা নাজমুল ইসলাম, বাশির আহমদ, দৌলা মিয়া, ফয়সল আহমদ, তাজ উদ্দিন এপলু, আবুল কালাম আজাদ, জেলা মাহলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, কয়েস আহমদ, জাহাঙ্গির, ফয়েজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।