ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।
শুক্রবার (মার্চ ২৭) সন্ধ্যায় গুলশানের ৭২ নম্বর সড়কের ৭ নম্বরের বাসায় তার সঙ্গে বিএনপিপন্থি একদল আইনজীবী সাক্ষাৎ করতে গেলে হাসিনা আহমেদ এ সাহায্য চান।
তিনি বলেন, আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত চাই। এজন্য আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাই। আজ ১৭ দিন হলো আমার স্বামীর কোনো খবর জানি না। তিনি কোথায় আছেন, কীভাবে আছেন, সেটাও জানি না।
হাসিনা আহমেদ বলেন, আমার স্বামীকে ফেরত পেতে ইতোমধ্যে প্রধামন্ত্রীর কাছে আবেদন করেছি। সে বিষয়ে এখনো কোনো প্রত্যুত্তর পাইনি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ছেলে-মেয়ে নিয়ে অসম্ভব মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছি আমি। আমার বাচ্চাদের জন্য আমার স্বামীকে অক্ষত ফেরত চাই।
সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ও তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকে মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বার কাউন্সিলের সদস্য গোলাম মোস্তফা খানসহ ১০ আইনজীবী।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫