ঢাকা: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হলে তাতে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রার্থী সমর্থন দেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান খন্দকার মাহবুব।
তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে এতে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন খালেদা জিয়া। তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। ইতিপূর্বে বিএনপি সবগুলো স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে, আশা করছি এ তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনেও অংশ নেবে। তবে, তার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশ।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির স্বার্থে প্রার্থীকে হয়রানি না করা, জামিন দেওয়া এবং নির্বাচনী সভা-সমাবেশ করার স্বাধীনতা দরকার বলে মন্তব্য করেন খন্দকার মাহবুব।
যদি বিএনপি নির্বাচনে যায় সেক্ষেত্রে প্রার্থী মনোনয়নে কী পন্থা নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হলে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী সমর্থন দেওয়া হবে। আর যাকে সমর্থন দেওয়া হবে তার জন্যই জোটের নেতাকর্মীরা কাজ করবেন এবং তাকে জয়ী করতে প্রচারণা চালাবেন।
এর আগে, সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যায় শত নাগরিক কমিটির একদল প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার, আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নিসহ আটজন।
খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. এমাজউদ্দীন আহমদও।
তিনি বলেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করার বিষয়ে কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা আলাপ করেছি। খালেদা জিয়াকে ওই একই বিষয়ে আমরা অবহিত করেছি। খালেদাও চান নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হোক। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি হলে তিনি নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
এছাড়া, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়া সরকারের অমার্জনীয় ব্যর্থতা বলেও মন্তব্য করেন এমাজউদ্দীন আহমদ।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫