ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সারাদেশে আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
সারাদেশে আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

গোপালগঞ্জ: ছাত্রলীগে কিছু কিছু জায়গায় আপদ রয়েছে এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্পদ যদি আপদ হয় তাহলে আমাদের সুনাম ক্ষুন্ন হয়। তাই এসব আপদকে ছাত্রলীগ থেকে বের করে দিয়ে সারা দেশে ছাত্রলীগকে আপদমুক্ত করে গড়ে তুলতে হবে।



শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্রলীগ এবং তারুণ্য আমাদের সম্পদ। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের হাতে বই-কলম তুলে দিয়েছেন- তার সদব্যবহার করতে হবে।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবুল হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, কেন্দ্রীয়  ছাত্রলীগের সভাপতি এএইচ এম বদিউজ্জামান সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।