ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকার দুই মেয়র প্রার্থীকে নেতাদের সঙ্গে পরিচয় করালেন প্রধানমন্ত্রী

স্পেশাল ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
ঢাকার দুই মেয়র প্রার্থীকে নেতাদের সঙ্গে পরিচয় করালেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন উত্তর-দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থীকে দলের নেতাকর্মীদের কাছে অনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গণভবনে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে দুই প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।



ঢাকা উত্তর থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অনিসুল হক ও দক্ষিণ থেকে সাঈদ খোকনকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ নেতাদের কথায় ও সংবাদ মাধ্যমের খবরে দলীয় প্রার্থী হিসেবে ব্যবসায়ী আনিসুল হক ও সাঈদ খোকনের নাম উঠে আসছিল। তবে শুক্রবার এ বিষয়টি আনুষ্ঠানিক ভিত্তি পেল।

বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার দুই মেয়র প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দলের সিদ্ধান্ত মানতে হবে, না হলে পরিণতি ভালো হবে না। এ দুইজনের বাহিরে আওয়ামী লীগের অন্য কোনো প্রার্থী থাকবে না।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মার্চ, ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।