ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘জামায়াত-বিএনপি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বিমুখ’

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
‘জামায়াত-বিএনপি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বিমুখ’

ঢাকা: জামায়াত-বিএনপি মুখে ধর্মের কথা বলে রাজনীতি করে। অথচ তারা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বিমুখ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।



তিনি বলেছেন, জোট সরকার ক্ষমতায় থাকাকালীন দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কোনো উন্নয়নই হয়নি। সে সময় দেশের মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি অপতৎপরতার ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ঈদে মিলাদুন্নবী মাহফিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের লক্ষে যুগোপযোগী নানামুখী উদ্যোগ গ্রহণ করে। কম্পিউটার শিক্ষাসহ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইজেশনের আওতায় আনতে কাজ করছে বর্তমান সরকার। মাদ্রাসা শিক্ষার ব্যপকতা বাড়াতে বিভিন্ন মাদ্রাসায় নতুন ভবনের বরাদ্দও দেওয়া হচ্ছে।

এ সময় মন্ত্রী মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসায় সরকারি অর্থায়নে নতুন একাডেমিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া, পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম-৩’র বোর্ড সভাপতি আলী আহছান, পৌর আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন, কাউন্সিলে রাজু, হাফেজ দেলোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।