বগুড়া: বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আর খাদ্য আমদানি করতে হয় না রবং রফতানি হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল ও কলেজ প্রাঙ্গণে স্বাধীনতার ৪৪ বছর উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, বাঙালি জাতি ও বঙ্গবন্ধু এক অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। ধর্ম যার যার- তার তার, কিন্ত দেশ সবার। দেশকে ভালবাসতে হবে।
সবাই মিলে একত্রে কাজ করলে ২০১৯ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ১৫০০ মার্কিন ডলারে পৌঁছাবে বলেও মত দেন তিনি।
কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তিযোদ্ধা মো. হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ তহমিনা হায়দার, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, স্ট্যান্ডার্ড চ্যার্টাড ব্যাংকের হেড অব ক্রেডিট পলিসি কর্মকর্তা অরূপ হায়দার সম্পদ, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইছাহাক আলীসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে আলোচনা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক জাকারিয়া পারভেজ, রেজাউল করিম ও নিলুফা আকতার।
বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫