মেহেরপুর: মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাতভর অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানায় আট, গাংনীতে ১৫ ও মুজিবনগর থানায় চারজনকে আটক করা হয়।
পুলিশ সুপার হামিদুল আলম বাংলানিউজকে জানান, নাশকতা প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় তাদের আটক দেখিয়ে শনিবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫