ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আগ্রহী মেয়র প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি-রব) আবদুল খালেক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে মহানগর নাট্য মঞ্চে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
নির্বাচন কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম কিনলেও শনিবার পর্যন্ত দুইজন জমা দিয়েছেন। আর কাউন্সিলর পদে জমা দিয়েছেন নয় প্রার্থী।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রোববার (২৯ মার্চ)। আর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে ১ ও ২ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫