ফেনী: ফেনীতে দুর্বৃত্তদের হামলায় দেলোয়ার হোসেন (৩২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ফেনী কসমোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেলোয়ার ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শফিউল্লার ছেলে।
দেলোয়ারের ভাই মোশারফ জানান, দীর্ঘ কয়েক বছর পর একমাস আগে ছুটিতে দেশে ফেরেন প্রবাসী দেলোয়ার। বিদেশে যাওয়ার আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ২৪ মার্চ বিকেলে বাড়ির পাশের চায়ের দোকানে বসেছিলেন দেলোয়ার। এসময় স্থানীয় রহিমুল্লাহ মিলন, মুন্না স্বপন, দুলালসহ ১০/১২ জন দেলোয়ারকে ধরে নিয়ে যান। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে এলাকার একটি খালের পাশে ফেলে রেখে যান তারা।
পরে স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফেনীর কসমোপলিটন হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সন্ত্রাসী হামলায় দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫