ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি প্রার্থী হলেও সন্ত্রাসের বিচার হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
বিএনপি প্রার্থী হলেও সন্ত্রাসের বিচার হবে ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হলেই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার হবে না, বিএনপি নেতাদের এমন ভাবনা না ভাবার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে, বোমা মেরে মানুষ হত্যা করলে তার বিচার হবে।

আপনি নির্বাচন করুন, আর না করুন।

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের প্রার্থী হলেই বা নির্বাচন করবেন বলেই আইন আপনার দিকে তাকাবে না, আইন আপনাকে স্পর্শ করবে না এমনটি ভাবার কোনো সুযোগ নেই। আইন তার নিজের গতিতে চলবে।

তিনি আরও বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বলে চিৎকার করবেন তা হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভালো মানুষের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ হবে।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করার আহবানও জানান কামরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে আসবেন এজন্য সাধুবাদ।

কিন্তু সন্ত্রাস করে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবেন, আবার নির্বাচনে হেরে গেলে মানবেন না। নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করবেন, সন্ত্রাস করবেন সে সুযোগ দেওয়া হবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বশির উল্ল্যাহ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।