ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় নাশকতার মামলায় গ্রেফতার ৩৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
সাতক্ষীরায় নাশকতার মামলায় গ্রেফতার ৩৩ ছবি: প্রতীকী

সাতক্ষীরা: নাশকতার মামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদাসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।