ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদার ওপর জামায়াত-শিবিরের আছর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
‘খালেদার ওপর জামায়াত-শিবিরের আছর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): বিএনপি চেয়ারপারসন খ‍ালেদা জিয়ার ‍ওপর জামায়াত-শিবির আছর করছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার (২৮ মার্চ) সাভারের আশুলিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।



আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহারে) এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

মন্ত্রী মুজিবুল হক বলেন, যদি ত‍ার (খালেদা) ওপর জামায়াত-শিবির আছর না করতো তাহলে তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। আছর করেছে বলেই তিনি স্মৃতিসৌধে যেতে পারেননি।

মন্ত্রী আরও বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ২০১৯ সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। এ আন্দোলন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপি-জামায়াত পরাজিত হবে বলে মন্তব্য করেন মুজিবুল হক।

বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক অসিন জিন রক্ষিত মহাথেরো’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, আশুলিয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মাতবরসহ স্থানীয়রা।

সংবর্ধণা অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হককে বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।