ঢাকা: রোববার (২৯ মার্চ) দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের পর বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হলো।
জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে বিএনপি তথা ২০ দলীয় জোটের বিজয় নিশ্চিত বলেও দাবি করা হয় বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫