ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে আছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে আছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সার্পোটে আছেন।

তিনি বলেন, যদি তাকে জীবন রক্ষা করতে হয়, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আবার রাজনৈতিকভাবে দাঁড়াতে হবে।

বিগত দিনে যে ভুল করেছিলেন, এবারও সেই ভুল করলে তাদের চরম মূল্য দিতে হবে।
 
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে মাদারীপুর শহরের সৈদারবালী এলাকায় নির্মিত হায়দার কাজী জুট মিলস প্রাইভেট লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এসময় আরো বলেন, বিএনপি যখন হরতাল-অবরোধ ডেকেছে, তখন বাংলার মানুষ তা মানেনি। এমন কি তাদের দলের লোকজনও তা মানেনি। তারা মিল-কারখানা, গাড়ি, লঞ্চ, দোকানপাট চালিয়েছে। এখন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে আবার তাদের গণতন্ত্রে ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে তারাই তার খেসারত দিবে।

তিনি এসময় বিএনপিকে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

৪০ একর জায়গায় প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হায়দার কাজী জুট মিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী হায়দার হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আমল বাবু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব খান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।