ধুনট (বগুড়া): পুলিশ অ্যাসল্ট মামলায় বগুড়ার ধুনট উপজেলায় আবুল কালাম (৬৫) নামে জামায়াতের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে ধুনট সদরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কালামের বাড়ি ধুনট উপজেলার রামনগর গ্রামে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চানন্দ সরকার বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চলতি বছরের ৯ জানুয়ারি দুপুরে জোটের নেতাকর্মীরা ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা করে। তাতে বাধা দিতে গেলে অবরোধকারীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫