ঢাকা: পাকিস্তানের প্রেতাত্মা জামায়াত-শিবির-বিএনপি একজোট হয়ে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আশরাফুন্নেছা মোশাররফ বলেন, বঙ্গবন্ধু একটি শোষণমুক্ত রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি বলেন, যখন দেশ এগিয়ে যাচ্ছেন, তখন কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু জনগণ তাদের সফল হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বেনই।
সেমিনার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবলু।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে এ দেশের মানুষ দেশকে স্বাধীন করেছিল। আবারও বঙ্গবন্ধুর স্মৃতি ও আদর্শ নিয়ে শেখ হাসিনা দেশকে সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তুলবেন।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫