ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
সিলেটে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সড়ক সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) অবরোধের প্রথম দিন সকাল ৭টায় ছাত্র ঐক্যজোটের ব্যানারে সড়কের ১০টি পয়েন্টে সহস্রাধিক মানুষ অংশ নেন।

তবে বিকেল ৩টার দিকে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে সংস্কারের দাবিতে কোম্পানীগঞ্জ সড়কে খানাখন্দে জমে থাকা কাঁদা মাটিতে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানায় উপজেলাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম হামিম বলেন- সংসদ সদস্য ইমরান আহমদের আশ্বাসে আমরা কর্মসূচি তুলে নিয়েছি। সড়ক সংস্কার না হলে আবার ধর্মঘটের হুমকি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।