ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
তিনি বলেন, কোকোকে অবহেলায় মরতে হয়েছে। তার মত একজন তরুন, প্রাণবন্ত মানুষ অকালে ঝরে যাওয়ায় রাজনীতিতে বেশ শূন্যতা সৃষ্টি হয়েছে। কারণ ভবিষ্যতে জিয়া পরিবারের সদস্য হিসেবে তিনি বিএনপির হাল ধরতেন।
আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক শাহজাহান মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া,সংগঠনের সদস্য সচিব শরীফ মোস্তফা জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫