সুনামগঞ্জ: আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সামাজিক বিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিবিদদের দেশের জন্য কাজ করতে হবে এমন নয়। রাজনীতির বাইরেও সমাজের প্রতিটি নাগরিকই সামাজিক কাজের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে পারেন।
তিনি বলেন, শিক্ষা সামাজিক বৈষম্য দূর করে। সে লক্ষে সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। এর ফলে গণতন্ত্র যেমন সুরক্ষিত হবে, তেমনি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি পাবে।
সুরঞ্জিত বলেন, দিরাই-শাল্লায় একটি অভিন্ন সাংস্কৃতি চালু আছে। একে আমাদের ধরে রাখতে হবে। শতবর্ষ উদযাপন শুধু শিক্ষার নয়। এটি হবে শিক্ষা ও ভাটিবাংলা রক্ষার উৎসব। এটি হবে রাজনীতির বাইরে এক মহামিলন।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ডা. উমর খৈয়াম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা আলতাব উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫