জয়পুরহাট: বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণমিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়।
পরে সন্ধ্যায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি।
এতে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকট মোমিন আহম্মেদ চৌধুরী প্রমুখ।
সমাবেশে কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, অবরোধ-হরতালের নামে বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে দেশব্যাপী ধ্বংস লিলায় মেতে উঠেছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের উন্নয়নের জন্য কাজ করছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫