রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জীবনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সরদহ টিঅ্যান্ডটি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রদল নেতা জীবন উপজেলার জয়পুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, জীবনের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় সে এজাহারভুক্ত আসামি। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫