ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রলীগের তিনকর্মী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
রাজশাহীতে ছাত্রলীগের তিনকর্মী গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

রাজশাহী: পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় ছাত্রলীগের তিন কর্মীকে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়।



গুলিবিদ্ধ তিন ছাত্রলীগ কর্মী হলেন, মহানগরের কাজীহাটা এলাকার মৃত খান সাহেবের ছেলে পারভেজ (২৬), রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ (২০) ও নর্দান ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী নওগাঁর আত্রাই উপজেলার শিমুলগাছি এলাকার আনোয়ার হোসেনের ছেলে তুষার (২২)।

তবে তারা তিনজন কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়ে পুলিশ এবং ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পরে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক ও বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ হাসপাতালে তাদের দেখতে আসেন।

এ বিষয়ে শফিকুজ্জামান শফিককে প্রশ্ন করা হলে তিনি বর্তমান সভাপতি রকি কুমার ঘোষের সঙ্গে যোগাযোগ করতে বলেন। রকি কুমার ঘোষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান হাসান জানান, রামেক হাসপাতালের তিনজন ভর্তি হয়েছে তা তিনি শুনেছেন। এর বেশি তিনি কিছুই জানেন না।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।