ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, সম্প্রতি তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা সরকারের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির আহ্বান জানিয়েছেন। সিটি নির্বাচনের বিষয়ে যাবতীয় দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। দল হিসেবে আওয়ামী লীগ শুধু কমিশনকে সমর্থন করবে।
যারা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের উদ্দেশ্যে হানিফ বলেন, তারা হয়ত ভাবছেন, অভিযোগ থেকে রেহাই পেয়ে যাবেন। এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনাদের বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, সুস্থ ধারায় ফিরে এসে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করুন।
খালেদা জিয়া স্মৃতিসৌধে যাননি কারণ তিনি অবরুদ্ধ, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জেনারেল (অব.) মাহবুবুর রহমানের এমন মন্তব্যে হানিফ বলেন, খালেদা জিয়াকে কে অবরুদ্ধ করে রেখেছে! উনি নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন। তারেক রহমান ও জামায়াতের জন্য তিনি নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক।
সভাপতি হিসেবে সংগঠনের সভাপতি মাকসুদুল ইসলাম উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫